বাসস
  ০২ জুন ২০২৩, ১৬:৫৩

ইউক্রেনে শস্য, তৈলবীজ উৎপাদন এই বছর ৮.৫ শতাংশ হ্রাস পাবে : পূর্বাভাস

কিয়েভ, ২ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনে শস্য ও তৈলবীজ সংগ্রহ এ বছর ৬৮ মিলিয়ন টন দাঁড়াবে বলে মনে করা হচ্ছে, যা ২০২২ সালের চেয়ে প্রায় ৮.৫ শতাংশ কম। বৃহস্পতিবার প্রকাশিত সাম্প্রতিক পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ) এর পূর্বাভাসে বলা হয়েছে এই বছরের ফলন ২০২১ সালের চেয়ে  প্রায় ৩৬ শতাংশ কম হবে। ২০২১ সালে ১০৬ মিলিয়ন টন ফলন হয়। খবর সিনহুয়ার।
ইউজিএ জানিয়েছে, ইউক্রেন এই বছর প্রায় ১৯.৫ মিলিয়ন হেক্টর কৃষিজমিতে চাষ করবে,যা আগের বছরগুলোর ২৫ মিলিয়ন হেক্টরের চেয়ে কম।
অ্যাসোসিয়েশনের অনুমান, শস্য করিডোরটি সচল থাকলে, ইউক্রেন চলতি বিপণন বছর ৩০ জুন নাগাদ ৫৬.৪ মিলিয়ন টন শস্য এবং তৈলবীজ রপ্তানি করবে।
পূর্বাভাসে আরো বলা হয় , ২০২৩-২০২৪ বিপণন বছরে ইউক্রেনের ৪৩.৯ মিলিয়ন টন ফসল রপ্তানির সম্ভাবনা রয়েছে।