শিরোনাম
সিঙ্গাপুর, ৩ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংলাপ ‘অপরিহার্য্য’, যা ভুল বোঝাবুঝি থেকে সংঘাতেও গড়াতে পারে, সেটা এড়াতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের একটি আমন্ত্রণ বেইজিং প্রত্যাখ্যান করার পরে তিনি এ কথা বলেন। গত রাতে সিঙ্গাপুরে ‘শাংরি-লা ডায়ালগ ডিফেন্স’ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী নৈশভোজে প্রথমবারের মতো অস্টিন ও লি শাংফু করমর্দন করেন এবং সংক্ষিপ্তভাবে কথা বলেন। তবে তাদের এই কথোপকথন, তাদের মধ্যে আরো গুরুত্বপূর্ণ কথা-বার্তা বিনিময়ের ব্যাপারে পেন্টাগনের আশা পূরণে ব্যর্থ হয়েছে। খবর এএফপি’র।
বেইজিং-কে মোকাবিলা করতে এই অঞ্চলে জোট ও অংশীদারিত্ব বাড়াতে শীর্ষ আমেরিকান কর্মকর্তাদের চাপের অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষা প্রধান এশিয়া সফরে রয়েছেন। ইতোপূর্বে এই সফরে তিনি জাপান যান এবং তিনি সফরে ভারতকে ও অন্তর্ভুক্ত করবেন। অস্টিন শাংরি-লা সংলাপে মন্তব্য করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, চীনের সাথে তার যোগাযোগের পথ উন্মুক্ত করা অপরিহার্য।’ তিনি বলেন, ‘সংকট থেকে যা সংঘাতে মোড় নিতে পারে, এমন বিষয়গুলি নিয়ে আমরা যত বেশি কথা বলব, তত বেশি আমদের ভুল বোঝাবুঝি ও পরিস্থিতি নিয়ে ভুল ভাবনাগুলি এড়াতে পারব।’ মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আলোচনার জন্য লিকে আমন্ত্রণ জানান, তবে বেইজিং সে আমন্ত্রন প্রত্যাখ্যান করে।’ একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, দুজনের কথা বলা ভাল ছিল। তবে, অস্টিন বলেন, ‘নৈশভোজে সৌহার্দ্যপূর্ণ করমর্দন সারগর্ভ আলোচনায় অংশ গ্রহনের বিকল্প নয়।’