বাসস
  ০৪ জুন ২০২৩, ১৪:১১

মিশরীয় পুলিশের হামলায় ৩ ইসরাইলী সৈন্য নিহত

জেরুজালেম, ৪ জুন, ২০২৩(বাসস ডেস্ক) : একজন মিশরীয় পুলিশের হামলায় তিন ইসরাইলী সৈন্য নিহত হয়েছে। ইসরাইল ও মিশরের সীমান্তের কাছে শনিবার ব্যতিক্রমী এ বন্দুকযুদ্ধ হয়। হামলাকারীকেও পরে হত্যা করা  হয়েছে।
উভয়পক্ষের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।
ইসরাইলি সেনা সূত্রে বলা হয়েছে, নেগেভ মরুভূমির মিটজপ র‌্যামন শহরের কাছে মাউন্ট হারিফে মিশরীয় সীমান্তে একটি সেনা পোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ইসরাইলি সৈন্যকে এক মিশরীয় হামলাকারী হত্যা করেছে।
তাদের লাশ খোঁজার সময়ে তৃতীয় সৈন্যকেও হত্যা করা হয়।
সেনা বিবৃতিতে হামলাকারীকে মিশরীয় পুলিশ বলে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে ইসরাইলি সৈন্যরা হত্যা করে।
মিশরীয় সেনাবাহিনীর পূর্ণ সহায়তায় এ ঘটনার তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, নিরাপত্তা বাহিনীর একজন সদস্য মাদক চোরাকারবারীদের পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ফেলে। এ সময়ে বন্দুকযুদ্ধ শুরু হয়।
বিষয়টি নিয়ে মিশরের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর আরবের মধ্যে মিশরই প্রথম ইসরাইলের সাথে শান্তি স্থাপন করে।