বাসস
  ০৪ জুন ২০২৩, ১৫:০০

ভেনেজুয়েলার স্বর্ণ খনিতে শ্বাস রুদ্ধ হয়ে ১২ জনের মৃত্যু

সিউদাদগুয়ানা, ভেনেজুয়েলা, ৪ জুন, ২০২৩(বাসস ডেস্ক) : ভেনেজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বন্ধ স্বর্ণ খনিতে শ্বাসরোধে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার একজন স্থানীয় কর্মকর্তা এএফপিকে এ কথা জানায়।
এল ক্যালাও-এর নিরাপত্তা সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস এক টেলিফোন সাক্ষাতকারে বলেন, ‘আমরা ১২টি মৃতদেহ উদ্ধার করেছি।’ তারা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি খনিতে প্রবেশ করেছিল।
কোলিনা আরো বলেন, বুধবার বৃষ্টির কারণে খনিটি প্লাবিত হলে অবৈধ এই খনি শ্রমিকদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে এই তাদের মৃত্যু ঘটে। খবর এএফপি’র।
তিনি বলেন, শুক্রবার পাঁচজনের ও শনিবার আরও সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি।
২০২১ সালে, একই স্বর্ণ খনিতে একটি খাদ ধসে একজনের মৃত্যু হয়, অপর ৩৪ জনকে উদ্ধার করা হয়।