বাসস
  ১৭ জুন ২০২৩, ১৫:৫৩

মেক্সিকোয় দাবদাহে ৮ জনের মৃত্যু

মেক্সিকো সিটি, ১৭ জুন, ২০২৩(বাসস ডেস্ক) : মেক্সিকোয় মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া তৃতীয় দাবদাহে আট জন মারা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে।
 চলতি সপ্তাহে দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে ১২ জুনের মধ্যে হিটস্ট্রোকে সাত জন এবং একজন পানি শুন্যতায় মারা গেছে।
মেক্সিকো গত বছর দেশটির কিয়দংশে খরা জনিত জরুরি অবস্থা ঘোষণা করেছিল। দাবদাহ ও জলাধারের পানি শুকিয়ে তীব্র খরা পরিস্থিতি তৈরি হয়েছিল।
এদিকে চলতি বছর গত কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষ দেশটির মন্ট্রেরিসহ কিছু শহরে দিনে মাত্র কয়েক ঘন্টার জন্যে পানি সরবরাহ করছে।