বাসস
  ১৭ জুলাই ২০২৩, ১৩:৩১

চীনের সাথে মার্কিন জলবায়ু দূতের ৪ ঘণ্টা বৈঠক

বেইজিং, ১৭ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক) : মার্কিন জলবায়ু দূত জন কেরি সোমবার বেইজিংয়ে চীনের জলবায়ু দূত জি ঝেনহুয়ার সাথে চার ঘণ্টা ধরে আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়,  ‘জলবায়ু পরিবর্তন বিষয়ক চীনের বিশেষ দূত জি ঝেনহুয় জলবায়ু মার্কিন প্রেসিডেন্টের বিষয়ক বিশেষ দূত জন কেরির সাথে তার আলোচনা শেষ করেছেন। প্রায় চার ঘণ্টা ধরে তাদের মধ্যে এ আলোচনা চলে।’