শিরোনাম
কুমিল্লা, ২৮ জুলাই, ২০২৩ (বাসস) : আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭৮ দশমিক ৪২।
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৫ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন। পাসের হার ৭৮ দশমিক ৪২। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী পাসের হার ৭৮ দশমিক ৭৯। ছাত্রী পরীক্ষার্থী পাসের হার ৭৮ দশমিক ১৪। ছাত্র পরীক্ষার্থী ৭৭ হাজার ৫৩৪ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৭ হাজার ১০০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৭৪৭ জন। ছাত্রী পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৭০২ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। উত্তীর্ণ হয়েছে ৮২ হাজার ৪৬৯ জন। বিজ্ঞান বিভাগের পাসের হার শতকরা ৯৫ দশমিক ৮৪ জন। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৮ হাজার ৬৯৫ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫৬ হাজার ২৫২ জন। মানবিক বিভাগে পাসের হার শতকরা ৬১ দশমিক ৮৪ জন। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৪ হাজার ২৯২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৭০৪ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার শতকরা ৭৯ দশমিক ১১ জন। এ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ কারী ৫৯ হাজার ৭৩৮ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৭ হাজার ২৬০ জন।
এবার ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। জিপিএ-৫ প্রাপ্ত দের মধ্যে ছাত্র ৪ হাজার ৭০৫ জন এবং ছাত্রী ৬ হাজার ৯১৮ জন।
সকালে কুমিল্লা শিক্ষাবোর্ড কার্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে জানান- করোনা পরবর্তী সময়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হয়। এতে বিগত কয়েক বছরের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় পাসের হার তুলনামূলক ভাবে কম। তিনি জানান- শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে ৮২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের জন্য বহিস্কৃত হয়েছে।