শিরোনাম
পীরগঞ্জ, (রংপুর) ২৮ জুলাই, ২০২৩ (বাসস): জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা আর পেশাগত কাজের অভিজ্ঞতা দিয়ে আইসিটি খাতের বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তার পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমেই আজকে আমরা বাংলাদেশে এই পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে পেরেছি।
সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিনে তাকে আন্তরিক অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘ দিনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন স্পিকার।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, নুরুল আমিন রাজা, জাহিদুল ইসলাম রুবেল, রাকিবুল ইসলাম নয়নসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ।