বাসস
  ২৮ জুলাই ২০২৩, ২০:৩৭

এসএসসির ফলাফল : জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবারও শীর্ষে

জয়পুরহাট, ২৮ জুলাই, ২০২৩ (বাসস) : ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষে রয়েছে। 
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম জানান, বিগত বছরগুলোর ভালো ফলাফলের ধারাবাহিকতায় এবারও ৫৬ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ নিয়ে পাশ করেছে। ক্যাডেট কলেজের সুশৃংখল শিক্ষা ব্যবস্থা এবং বহুমূখী সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহনসহ শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা  ভালো ফলাফলের কারন বলে জানান, অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম। 
এ ছাড়াও জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবার জেলার শীর্ষে রয়েছে। জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসিতে ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে ২৩৯ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন শিক্ষার্থী। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করে। শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো: রুহুল আমীন।