শিরোনাম
বগুড়া, ২৯ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় পেঁয়াজ-কাঁচা মরিচসহ সবজির বাজার স্বাভাবিক হয়ে এসেছে। ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি।
শহরের পাইকারী বাজারের বিক্রেতারা সামাদ জানান, স্থানীয় বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়ে গেছে। যে মরিচ ক‘দিন আগে ২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে এখন পাইকারি ও খুচরা বাজারে ৯০ থেকে ১১০ টাকা কেজি। পেঁয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বগুড়র খুচরা ফতেহ আলী বাজারের বিক্রেতার মতিউর রহমান জানান, গত কয়েক দিন ধরে পেঁয়াজ, কাঁচা মরিচসহ সবজি দাম স্বাভাবিক হয়ে এসেছে। তিনি জানান- মাত্র কয়েক দিন আগে যে বেগুন ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন সেই বেগুন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ৩০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি, ১০০ টাকার করলা এখন ৬০ টাকায়, ১০০ টাকা কেজির কচুরমুখি ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু ৪০ টাকা কেজি , অন্যান্য সবজির দাম স্বাভাবিক হয়ে আসছে।