বাসস
  ২৯ জুলাই ২০২৩, ২১:৩৮

বামাসপ নির্বাহী কমিটি গঠন

ঢাকা, ২৯ জুলাই, ২০২৩ (বাসস) : রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে দেশের বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত প্রথম মানবাধিকার নেটওয়ার্ক বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) এর সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিক্রমপুর লিগ্যাল এইড অরগানাইজেশনের চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম। সভা সঞ্চালনায় ছিলেন বামাসপ এডহক কমিটির আহ্বায়ক ও এইচআরএলএসের মহাসচিব এডভোকেট মুহাম্মদ সামছুদ্দিন।
সারা বাংলাদেশ থেকে আগত বামাসপ সদস্য প্রতিষ্ঠানের প্রায় ৬০টি সংস্থার প্রতিনিধি উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে ইউএসটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদুল হক মজনু ও বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামালসহ ১২ জন প্রতিনিধি বক্তব্য রাখেন ।  
কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৩ এ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন বিশিষ্ট সাংবাদিক সালিম সামাদ।
প্রধান নির্বাচন কমিশনার সালিম সামাদ নবনির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি বাবুল অধিকারী (গ্রাউস), সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক (ভিডা), সহ-সভাপতি এএইচএম জাকির  আহমেদ (পিআরডিএস),সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ লিটন (এসেড), সহ-সভাপতি নাজের হোসেন (আইএসডিইবি) ও সহ-সভাপতি  নাসরিন সুলতানা, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল কাশেম (বিলাউ) নির্বাহী সদস্যরা হলেন, পূর্নিমা ইসলাম (এসএসকেএস), গোলাম মোস্তাফা দুলাল (গণস্বাস্থ্য কেন্দ্র),খায়রুজ্জামান কামাল (বিএমএসএফ),আঃ হাই সরকার (আপউস), মোঃ মিজানুর রহমান (এসডাপ), জসিম উদ্দিন চাষী (সেবা কুমিল্লা), ইকবাল বাহার সাবেরী (সিআরসিডি) ও শরমিন ইসলাম ডেইজি ( আরসিভি)।