বাসস
  ৩০ জুলাই ২০২৩, ১১:৪৮

শরীয়তপুরের নড়িয়ায়  ৫শত বৃক্ষরোপণ  

শরীয়তপুর, ৩০ জুলাই, ২০২৩ (বাসস) : জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  নড়িয়া উপজেলার রাজনগর আদর্শ উচ্চবিদ্যালয়ে ৫০০শ‘ ফলদ, ওষুধি ও বনজ গাছের চারা লাগানো হয়েছে।
আজ রোববার সকাল ১০ টায় বিদ্যালয়কে সবুজে সাজাতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়িয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ পারভেজের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নড়িয়া ,মোঃ পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নড়িয়া মোঃ ফজলুল হক, রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, রাজনগর আদর্শ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অলিউজ্জামান মীর মালতী, প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের হোসেন সবুজ প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী গাছের চারা রোপণ করেন।
এ কর্মসূচির আওতায় সম্পদ মন্ত্রণালয় এবছর দেশব্যাপী ১০ লক্ষ ৩৫ হাজার বৃক্ষরোপণ করবে। তারই অংশ হিসেবে শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, আশ্রয়ণ প্রকল্পে, খালের পাড়ে ও গাছশুন্য এলাকায় সাত হাজার গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব।