বাসস
  ৩০ জুলাই ২০২৩, ১৭:১৯

ধোলাইখালে পুলিশের উপর হামলা : বিএনপি নেতা সালাম কারাগারে, চারজন রিমান্ডে 

ঢাকা, ৩০ জুলাই, ২০২৩ (বাসস) : পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের উপর হামলা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অপর চারজননের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডভূক্তরা হলেন, কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বিএনপি কর্মী কবির, সোহাগ গাজী ও মো. রিয়াজ উদ্দিন রাজু। 
রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। অপর দিকে আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু সালামের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দিকে বাকী চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
শনিবার রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়াও এ মমলায় অজ্ঞাত আরও ৩শ’ থেকে ৪ শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।