বাসস
  ৩০ জুলাই ২০২৩, ১৯:৫০

রাজনৈতিক দল হিসেবে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দেয়া বিষয়ে হাইকোর্টের রুল

ঢাকা, ৩০ জুলাই ২০২৩ (বাসস) : জাতীয় জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়া বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
রুলে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ইসি, ইসির সচিবসহ বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবীর আকন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মুজিবুল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী এটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
আইনজীবী মো. হুমায়ূন কবীর আকন জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় জনতা পার্টি। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটির সদস্য নির্বাচিত করার বিধান না রাখাসহ কয়েকটি দিক বিবেচনায় আবেদন নামঞ্জুর করে ইসি। নামঞ্জুর সংক্রান্ত নির্বাচন কমিশনের গত ১০ এপ্রিলের এ সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সেক্রেটারি মুজিবুর রহমান চৌধুরী ২০ জুলাই হাইকোর্টে রিটটি দায়ের করেন।