শিরোনাম
চট্টগ্রাম, ৩০ জুলাই, ২০২৩ (বাসস) : ইতালি নৌবাহিনীর জাহাজ ‘আইটিএস মরোসিনি’ চার দিনের শুভেচ্ছা সফরে আজ চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে। জেটিতে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েস জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত ব্যান্ড দল ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে।
জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ইতালি দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফররত জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেটিকে স্বাগত জানায়।
জাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার জিওভানি মন্নোর নেতৃত্বে মোট ১৩০ জন কর্মকর্তা ও নাবিক এই শুভেচ্ছা সফরে অংশ নিচ্ছেন। জাহাজের কমান্ডিং অফিসার এখানে অবস্থানকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
শুভেচ্ছা সফর শেষে জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে ২রা আগস্ট।