বাসস
  ৩১ জুলাই ২০২৩, ১৯:৩০
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০:০৬

ঢাকা দক্ষিণ সিটিতে ৬,৭৫১.৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা, ৩১ জুলাই, ২০২৩ (বাসস) : চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ বিকেলে ডিএসসিসি নগরভবন মিলনায়তনে চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে গৃহ কর বাবদ ৫১২ কোটি, বাজার সালামী বাবদ ২০০ কোটি, বাণিজ্য অনুমতি বাবদ ১৫০ কোটি, বাজার ভাড়া বাবদ ৪০ কোটি, বিজ্ঞাপন কর বাবদ ৩০ কোটি, বাস-ট্রাক প্রান্ত (টার্মিনাল) থেকে ৩০ কোটি, অস্থায়ী পশুর হাট ইজারা বাবদ ৩০ কোটি, ইজারা (টয়লেট, পার্কিং, কাঁচাবাজার, ভাগাড় ইত্যাদি) বাবদ ৩০ কোটি, রাস্তা খনন ফিস বাবদ ৬৫ কোটি, সম্পত্তি হস্তান্তর কর খাতে ১৭৫ কোটি, মোবাইল টাওয়ার থেকে আয় বাবদ ৯ কোটি ৫৩ লাখ, মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসেতু থেকে ১৫ কোটি, সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভাড়া বাবদ ১০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ৫ কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়াও সরকারি মঞ্জুরি (থোক)  থেকে ৪০ কোটি ও সরকারি বিশেষ মঞ্জুরি বাবদ ২৫ কোটি এবং ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প খাতে ৪ হাজার ৪৫৮কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ প্রাপ্তির প্রত্যাশা করা হয়েছে। 
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৬৬ টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন ভাতা বাবদ ৩০০ কোটি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ কোটি ৮৪ লাখ, সরবরাহ বাবদ ৬০ কোটি ৬৯ লাখ, মশক নিধনে ব্যবহৃত কীটনাশক বাবদ ৩৮ কোটি ৫০ লাখ, ভাড়া, রেটস্ ও কর খাতে ১১ কোটি ২৫ লাখ, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩ কোটি ৮৭ লাখ, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪ কোটি ৬০ লাখ, ফিস বাবদ ৯ কোটি ৭৫ লাখ এবং বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০ কোটি ২ লাখ টাকা ব্যয় করা হবে।
বাজেট ঘোষণার সময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২০-২১ আর্থিক বছরে ৭০৩ কোটি ৩১ লাখ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৮৭৯ কোটি ৬৫ টাকা রাজস্ব আহরণ করেছে। আজ আমি আনন্দের সাথে জানাতে চাই যে, বিগত অর্থবছরে আমরা পূর্বেকার সকল মাইলফলক অতিক্রম করে হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের নতুন ইতিহাস গড়তে সমর্থ হয়েছি। ২০২২-২৩ অর্থবছরে আমরা কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ ১ হাজার ৩১ কোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় ঢাকা একটি উন্নত ও স্মার্ট রাজধানী হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে মেয়র হিসেবে আমার ওপর অর্পিত পবিত্র দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে চলেছি।’ 
মেয়র বলেন, ‘৫ বছর মেয়াদের মধ্যে প্রথম বছরে আমরা উন্নত ঢাকা গড়ে তোলার ভিত রচনা করতে পেরেছি এবং দ্বিতীয় বছরে সেই ভিত মজবুত হয়েছে। তৃতীয় বছরে সেটি যেমন বিস্তৃতি লাভ করেছে তেমনি পেয়েছে নতুন মাত্রাও। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐতিহ্যের সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা বিনির্মাণে অতীতের ন্যায় ঢাকাবাসীর আস্থা আগামীদিনেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি অবারিত থাকবে। অব্যাহত থাকবে আন্তরিক সহযোগিতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের আন্তরিক প্রচেষ্ঠায় আমরা একটি আধুনিক, সচল ও উন্নত ঢাকা গড়ে তুলতে সক্ষম হবো।’