শিরোনাম
ঢাকা, ১ আগস্ট, ২০২৩ (বাসস) : শোকাবহ আগস্ট মাস শুরু হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে সংঘটিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও পৈশাচিক হত্যাকান্ড।
শোকের মাস আগস্টের প্রথম দিনে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মাসব্যাপি জাতীয় শোক দিবসের কর্মসূচি-২০২৩ পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু পরিষদ শোকের মাসের প্রথম দিনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে তাঁর (বঙ্গবন্ধু) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল, এস এম লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার মাইনুর রহমান, পরিবেশ ও বন সম্পাদক নেছার আহাম্মদ মিঞা, ত্রাণ বিষয়ক সম্পাদক ডা. শাখাওয়াত ইসলাম খোকন, কার্যকরী সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মিজান ইবনে হোসেন ও আনন্দ কুমার সেন।
শ্রদ্ধা নিবেদন শেষে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।