বাসস
  ০১ আগস্ট ২০২৩, ২১:৫২

চট্টগ্রামে ৬ দিন পর ডেঙ্গু আক্রান্ত মহিলার মৃত্যু, হাসপাতালে নতুন ১১৩ জন

চট্টগ্রাম, ১ আগস্ট, ২০২৩ (বাসস) : ছয়দিন পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ অঞ্চলে ডেঙ্গুতে ২৬ জন মৃত্যুবরণ করেন। 
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ নগরীর মাদারবাড়ি এলাকার আলম আরা বেগম নামে ৪৫ বছরের এক মহিলা জেনারেল হাসপাতালে মারা যান। তাকে ২৮ জুলাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর আগে সর্বশেষ ডেঙ্গু রোগীর মৃত্যু হয় ২৫ জুলাই। ওইদিন মাহেরিমা নামে নগরীর আকবর শাহ এলাকার এক কন্যাশিশুর মৃত্যু ঘটে। 
এদিকে, নতুন করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ ডেঙ্গু রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ৬০ জন। সরকারি হাসপাতালের ৫৩ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, জেনারেল হাসপাতালে ৭, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ২০ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৯ জনে। এদের ১ হাজার ৬৭৮ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ২১১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৩৬ জন।