শিরোনাম
চুয়াডাঙ্গা, ২ আগস্ট ২০২৩ (বাসস): জেলা সদরে আজ দুস্থ, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে দশটায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব সহয়তা বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
অনুষ্ঠানে ৩৭ জন সুবিধাভোগীর মধ্যে ৪২-বান ঢেউটিন এবং জনপ্রতি তিনহাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।