শিরোনাম
রাঙ্গামাটি, ৩ আগস্ট, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার নানিয়ারচরে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি শোক র্যালি বের করে।
র্যালিটি নানিয়ারচর বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামী লীগের অফিসে এসে শেষ হয়।
এরপর সকাল ১১টায় ২নং নানিয়ারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুবির নন্দী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, ধর্মেশ খীশা, যুগ্মসম্পাদক এডভোকেট দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার প্রমুখ।