শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩ আগস্ট, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ ও নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, শিক্ষক সজল বালা প্রমূখ বক্তব্য রাখেন।