শিরোনাম
গোপালগঞ্জ, ৩ আগষ্ট, ২০২৩ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ তথা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য তিন জেলার উন্নয়নে বোর্ড কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা কখনো চাই না পার্বত্য চট্টগ্রামে কোন দাঙ্গা সংঘাত বিরাজমান থাকুক। এখানে এমন কিছু ঘটুক যাতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।’
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে চেয়ারম্যান একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা চাই সবাই হাতে হাত মিলিয়ে পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করুক। আমরা উন্নয়নের লক্ষ্যে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে একযোগে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করছে, ভবিষ্যতেও করবে।’
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পার্ঘ অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সপ্রদীপ চাকমা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিনী নন্দিতা চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, সদস্য-বাস্তবায়ন হারুন অর রশিদ, সদস্য-পরিকল্পনা জসিম উদ্দিন, খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জুবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙ্গামাটি ইউনিটের নির্বাহী প্রকৌশলী শষিত চাকমাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।