বাসস
  ০৪ আগস্ট ২০২৩, ১১:৩৫
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১১:৫৪

কাশিয়ানী আ'লীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যার দাফন সম্পন্ন

গোপালগঞ্জ, ৪ আগস্ট, ২০২৩ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস  চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার দাফন গতরাতে সম্পন্ন  হয়েছে।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে   তার একান্ত সহকারী সচিব -২ গাজী হাফিজুর রহমান  লিকু  পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এছাড়া ও গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান,ও  গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য  শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে  স্থানীয়  আওয়মীলী  নেতারা   শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার রাত ৮ টার সময় উপজেলার ভাদুলিয়া স্কুল মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে এ আওয়ামী লীগ নেতার মরদেহ দাফন করা হয়।
জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব- ২ গাজী হাফিজুর রহমান লিকু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুর ১ টার সময় ভাদুলিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।মৃৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।