শিরোনাম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৩ (বাসস) : অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তারা বলেন, ‘শহীদ সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সারের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শহীদুল্লা কায়সার শহীদ হওয়ার পর থেকে অধ্যাপিকা পান্না কায়সার সাংসারিক দায়িত্ব পালনের সাথে সাথে নব্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক কার্যক্রমে নেতৃত্ব দেন, মহান জাতীয় সংসদেও ভূমিকা রাখেন এবং পাকিস্তানের বর্বর বাহিনীর অত্যাচার-নির্যাতনের শিকার বহু মা-বোনের পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক অধ্যাপিকা পান্না কায়সারের এই মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অধ্যাপিকা পান্না কায়সারের সংগ্রামমুখর জীবন থেকে আমাদের নবীন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে।’
তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও বন্ধু-সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।