বাসস
  ০৪ আগস্ট ২০২৩, ১৮:৩৯

রাজধানীতে মানব পাচারের অভিযোগে ৪ জন আটক, দু’নারী উদ্ধার

ঢাকা, ৪ আগস্ট , ২০২৩ (বাসস) : মানব পাচারের অভিযোগে  রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  তাদের হেফাজত থেকে ২ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, আটকরা হলেন, মানব পাচারকারী চক্রের মূল হোতা মো. রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), তার সহযোগি হাজেরা বেগম (৩৫), সোহেল রানা (২৫) ও বাইজিদ হোসেন (২২)।
র‌্যাব -১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বাসসকে এসব তথ্য জানান।
পারভেজ রানা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে জানতে পারে,  রাজধানীর খিলক্ষেত থানার লেকসিটি সোসাইটি বাসন্তি বিল্ডিং এর ১৪ তলার ১৪ এনএ/২ রুমের ভেতর মানব পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারীকে আটকে রাখা হয়েছে।  এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের হেফাজত থেকে ২ জন নারী ভিকটিম উদ্ধার এবং ৬ টি মোবাইল ফোন, ৮ টি সীম কার্ড এবং নগদ ৬ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
আটকরা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের বিদেশে চাকরীর প্রলোভন দেখিয়ে পাচার এবং অসামাজিক কার্যকলাপে বাধ্য করত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।