বাসস
  ০৪ আগস্ট ২০২৩, ২২:৪১

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

ভোলা, ৪ আগস্ট, ২০২৩ (বাসস) : তিনদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। 
গত মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের পল্টুন ছিড়ে যাওয়ায় বন্ধ থাকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। অবশেষে শুক্রবার পল্টুনের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বিকেল পৌনে তিনটার দিকে লক্ষ্মীপুর থেকে ফেরি কদম ইলিশা ঘাটে আসে। 
ভোলা বিআইডব্লিউটিসি’র ব্যাবস্থাপক মো. পারভেজ খান বলেন, এখন ফেরি কদমে যানবাহন লোড হচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। যদিও এটি আমাদের লো-ওয়াটার ঘাট। হাই ওয়াটার ঘাট চালু হতে আরো দুই-একদিন লাগতে পারে। আমাদের ফেরি কুসুম কলী, কদম, কনকচাঁপা, কাবেরি ও কৃষাণী প্রস্তুত রয়েছে চলাচলের জন্য। 
এদিকে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে ফেরি সার্ভিস চালু হওয়ার মাধ্যমে ভোলার সাথে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগ আবারো শুরু হলো। দুই পাড়ে আটকে থাকা যানবাহনের লাইন ক্রমশই কমতে শুরু করেছে।