বাসস
  ০৫ আগস্ট ২০২৩, ১৩:০৭

গাজীপুরে ৩ হাজার পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

গাজীপুর, ৫ আগস্ট, ২০২৩ (বাসস) : মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকা থেকে ৩ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাকের আহমদ শাকিল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল কক্সবাজারের টেকনাফ থানার হীলা তেলীপাড়া এলাকার মৃত হাসান সওদাগরের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি) মো. আসাদুজ্জামান বাসসকে জানান, টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি সাতরং এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শাকের আহমদ শাকিলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৩ হাজার ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ক্রয় করে গাজীপুরের মজনু মিয়ার কাছে বিক্রির জন্য টঙ্গীর হিমারদীঘি সাতরং এলাকা অবস্থান করছিল শাকিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।