বাসস
  ০৫ আগস্ট ২০২৩, ১৩:৩৭

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ উদযাপন করছে শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৫ আগস্ট, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে আজ উদযাপন করছে জেলা আওয়ামী লীগ।
আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ অন্যন্যরা। এতে জেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু, শেখ কামাল ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এরপর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বৃক্ষের চারা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।