বাসস
  ০৫ আগস্ট ২০২৩, ১৭:৩৭

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের শ্রদ্ধা

ঢাকা, ৫ আগস্ট, ২০২৩ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের আধুনিক সংস্কৃতি ও ক্রীড়া আন্দোলনের পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ সকালে রাজধানীর রেলভবনে স্থাপিত শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের নেতৃত্বে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। 
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। 
রেলভবনে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।