শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৫ আগস্ট, ২০২৩ (বাসস): টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আমরা একাত্তর’র পক্ষ থেকে শোকের মাসের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে আমরা একাত্তর’র চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামানের নেতৃত্বে সংগঠনের ৫০ জন নেতা-কর্মী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা বেদির পাশে এক মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এসময় সংগঠনের প্রধান সমন্বয়কারী হিলাল ফয়েজী, কেন্দ্রীয় সমন্বয়ক মৃণাল সরকার, কেন্দ্রীয় নেতা সংস্কৃতি মন্ত্রণালয়রে সাবেক সিনিয়র সচিব বেগম আকতারী মমতাজ, বাংলাদেশ মহিলা পরিষদের অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, ডা. রোকেয়া আব্দুর রশিদ, এস এ এম শওকত হোসাইন, শরিফুল ইসলাম জুয়েল, নিয়ামত আলী, আব্দুর রশিদ, মাহফুজা জেসমিন, রাকিবুল আলম রুশো এবং মো. মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা সংগঠকরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থান সমূহ ঘুরে-ঘুরে দেখেন।