বাসস
  ০৫ আগস্ট ২০২৩, ২২:৫৪
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৯:৫৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবি : ৬ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ, ৫ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলার লৌহজং উপজলার রসকাঠির কাছে পদ্মার শাখা নদীতে বালুবাহী জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ পিকনিকের ট্রলার ডুবে গেছে।
শনিবার সাড়ে রাত ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ অজ্ঞাত ছয় যাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, সিরাজদিখান থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি পদ্মা সেতু ও সেতুর আশপাশ দিনভর ঘুরে আবার সিরাজদিখানে ফিরছিল। পথিমধ্যে বালুবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে বেশ কয়েকজন শিশু ও নারী ছিল। স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে।