শিরোনাম
ঢাকা, ৫ জুলাই, ২০২৩ (বাসস) : যক্ষ্মা রোগ সম্পর্কে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু।
আজ সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এন, টি, পি) আয়োজনে যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএস-এর সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক, সড়ক পরিবহণ ও সেতু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত, যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্ত, ফখরুল ইমাম, পংকজ নাথ, মোছাঃ শামীমা আক্তার খানম, বাসন্তী চাকমা, লুৎফুন নেসা খান, ফেরদৌসী ইসলাম, আদিবা আনজুম মিতা, আরমা দত্ত, নার্গিস রহমান এবং কানিজ ফাতেমা আহমেদ সংসদ সদস্যগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পীকার বলেন, করোনার পরই যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যাক্তিদের সর্বোচ্চ মৃত্যুর হার দেখা যাচ্ছে। সংসদ সদস্যদের দায়িত্ব হলো যক্ষ্মা সম্পর্কে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা গড়ে তোলা। এই রোগে আক্রান্ত হওয়ার সন্দেহ দেখা দিলে সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগের পরীক্ষা ও আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পূর্ণ চিকিৎসা গ্রহণ করতে কথাও উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আফজালুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।