শিরোনাম
ভোলা, ৬ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলা সদরের ভোলা পৌরসভার ৩টি ওয়ার্ডে আজ টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মোট ১ হাজার ৬৫ জন কার্ডধারী ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মশুর ডাল পাচ্ছে। রোববার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে এ টিসিবির পণ্য বিক্রি ু হয়েছে।দিনব্যাপী এ কাযক্রম চলবে ।
পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম বাসস’কে জানান, পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে ৩ হাজার ২’শ ৩২টি কার্ডের বিপরীতে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। গত মাসের ৩১ তারিখ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পণ্য বিক্রি হয়েছে। পরে চলতি মাসের ২ তারিখ ৪, ৫, ৬নং ওয়ার্ড এবং আজ ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকা, সয়াবিন তেল ১’শ টাকা ও মশুর ডাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।