শিরোনাম
ভোলা, ৬ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলায় আজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী এবারের মেলায় মোট ২৪টি স্টল অংশগ্রহণ করেছে।
রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা প্রশাসনের সহযোগিতায় ভোলা উপকূলীয় বন বিভাগ মেলার আয়োজন করে। আগামী ১২ আগস্ট পর্যন্ত মেলা চলবে।
বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসার মো, নুরুল আমিন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, নার্সারি মালিক আবুল কাশেম।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মেলা উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধীসহ নানান প্রজাতির গাছ নিয়ে স্টল সাজিয়েছেন নার্সারির মালিকরা।