বাসস
  ০৭ আগস্ট ২০২৩, ১৩:২৯

রাঙ্গামাটিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু

রাঙ্গামাটি, ৭ আগস্ট, ২০২৩ (বাসস): বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনে জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন, জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা শিশু একাডেমি। 
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাঙ্গামাটি জেলা শিশু একাডেমির পক্ষ থেকে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্যের আলোচনাসভা, সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, বেলা ১১টায় অসচ্ছল উদ্যোগী মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।
দিবসটি উপলক্ষে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, এতিমখানায় কোরআন তেলওয়াত ও শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে জেলার অন্যান্য উপজেলাতেও প্রশাসনসহ আওয়ামী লীগ-সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।