বাসস
  ০৭ আগস্ট ২০২৩, ১৭:৫৪

চট্টগ্রামে নালায় পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৩ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে নালায় পড়ে যান এই কলেজ ছাত্রী। নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে এবং হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 
রোববার (৭ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক আবু তালেব বলেন, এখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। হাটহাজারী কলেজের পরীক্ষাকেন্দ্র নাজিরহাট কলেজে। নিপা সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। হেঁটে যাওয়ার সময় সড়কের পাশের নালায় পড়ে যান। গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় প্রচুর পানি জমেছে। শুনেছি তিনি মৃগী রোগী ছিলেন। যে কারণে ড্রেন থেকে আর উঠতে পারেননি, সেখানেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম বলেন, সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে মাথা ঘুরে পানিতে তলিয়ে থাকা নালায় পড়ে আর উপরে উঠতে পারেননি নিপা। 
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।