শিরোনাম
গোপালগঞ্জ, ৭ আগস্ট, ২০২৩ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জেলার মুকসুদপুরে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।
সোমবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশে আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী এই গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
প্রেস ব্রিফিং করেন- মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। উপজেলা নির্বাহী অফিসার জানান, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি ৩ নং ওয়ার্ডের ৪০ জনকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। সুবিধাভোগীদের জন্য রয়েছে যাতায়াতের রাস্তা, বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ইত্যাদি। এছাড়াও মুকসুদপুর উপজেলায় এ পর্যন্ত ৫৯৩ টি ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, আইসিটি অফিসার আব্দুল বাতেন, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, তারিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।