বাসস
  ০৮ আগস্ট ২০২৩, ১৩:৫৫
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৫:১৩

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

জয়পুরহাট, ৮ আগস্ট, ২০২৩ (বাসস): জয়পুরহাট রেলস্টেশনের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় আজ মঙ্গলবার সকাল ৯টায়  গ্যাংকার ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সের অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়েছে।
জয়পুরহাট রেলস্টেশন মাস্টার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পারবর্তীপুর থেকে ঈশ্বরর্দী গামী গ্যাংকার ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার আগেই স্টেশনের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ওই বৃদ্ধা নারী কাটা পড়েন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান, জয়পুরহাট রেলস্টেশন মাস্টার হাবিবুর রহমান।