শিরোনাম
টাঙ্গাইল, ৮ আগস্ট ২০২৩ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, সেলাই মেশিন বিতরণ, মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনাসভার বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমুখ।
আলোচনাসভা শেষে জেলা প্রশাসনের উদ্যাগে অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।