বাসস
  ০৮ আগস্ট ২০২৩, ১৯:৩২

সিলেটে হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন 

সিলেট, ৮ আগস্ট ২০২৩ (বাসস) : সিলেটে একটি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার মেজরটিলা ইসলামপুরের পশ্চিম ভাটপাড়ার মজিদ মিয়ার ছেলে আনা মিয়া ও দারা মিয়া।
একইসঙ্গে রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
এ মামলায় আব্দুল খালিক নামের অপর আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের সদস্য আফসর আহমদ ও তার পরিচিত আব্দুল কুদ্দুসসহ কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় আসামিরা হামলা ও গুলি বর্ষণ করেন। এতে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।
এ ঘটনায় গুলিতে আহত ইউপি সদস্য আফসর আহমদের ভাই সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর মুকিরপাড়ার বাসিন্দা আফজল কবীর বাদী হয়ে ২০০১ সালের ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা (নং-১৪ (৯)২০০১) দায়ের করেন।
বিচারের দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত দুই আসামির যাবজ্জীবন দ-াদেশ দেন।