শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৮ আগস্ট ২০২৩ (বাসস) : ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে নতুন ঘর পাচ্ছে জেলার ২৪৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার।
আগামীকাল বুধবার এসব ঘর ও দুইশতাংশ জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
জেলা প্রশাসক জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় ১৩০টি, মুকসুদপুরে ৪০টি, টুঙ্গিপাড়ায় ৩৭টি ও কোটালীপাড়ায় ৪০টি-সহ মোট ২৪৭টি ঘর বুধবার বিতরণ করা হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নজিমুন নাহার-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রাখেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারকে দ্বি-কক্ষ বিশ্ষ্টি একটি সেমি-পাকাঘর (বাথরুম, বারান্দা, কিচেন যুক্ত) কবুলিয়ত, নামজারী খতিয়ান, সনদপত্র, নামজারী ডিসিআর প্রদান করা হবে। এছাড়া প্রতিটি ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানির সুবিধা থাকবে।