বাসস
  ১০ আগস্ট ২০২৩, ১২:০৬

রাঙ্গামাটির কুতুকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

রাঙ্গামাটি,১০আগস্ট, ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলাধীন  কুতুকছড়ি  বাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  আজ খাদ্য শস্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার  সকাল ১০টায় রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য শস্য ও নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় উপস্থিত  কুতুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান কানন চাকমা, প্যানেল চেয়ারম্যান সরোষ চাকমা, কুতুকছড়ি বাজার কমিটির সভাপতি বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক বিল্পব দাশ, কুতুকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সন্তোষ কুমার চাকমা, মহাপুরুম আইডিয়াল স্কুল কমিটির সভাপতি প্রভারজ্ঞন চাকমা প্রমুখ।
জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হবে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
উল্লে­খ্য, বুধবার সন্ধ্যায়  কুতুকছড়ি বাজারে অগ্নিকান্ডে  ১০টিরও বেশী ছোট-বড় দোকান-ঘর পুড়ে যায়।