শিরোনাম
রাঙ্গামাটি,১০আগস্ট, ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি বাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ খাদ্য শস্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য শস্য ও নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় উপস্থিত কুতুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান কানন চাকমা, প্যানেল চেয়ারম্যান সরোষ চাকমা, কুতুকছড়ি বাজার কমিটির সভাপতি বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক বিল্পব দাশ, কুতুকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সন্তোষ কুমার চাকমা, মহাপুরুম আইডিয়াল স্কুল কমিটির সভাপতি প্রভারজ্ঞন চাকমা প্রমুখ।
জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হবে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কুতুকছড়ি বাজারে অগ্নিকান্ডে ১০টিরও বেশী ছোট-বড় দোকান-ঘর পুড়ে যায়।