বাসস
  ১০ আগস্ট ২০২৩, ১২:১৪

কাপ্তাইয়ে দুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

রাঙ্গামাটি, ১০ আগস্ট, ২০২৩ (বাসস): জেলার কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ী এলাকায়  বিগত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মাঝে আজ খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  সদর উপজেলার বড়াদমসহ আশ পাশের এলাকায়  পানিতে ক্ষতিগস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে কাপ্তাই সেনাবাহিনী জীবতলী জোন ১০ আর ই ব্য্যাটালিয়নের  উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময়  ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ সোহেল, উপ-অধিনায়ক মোঃ তাওহীদ আমিন, ব্যাটালিয়নের কোম্পানী উপ-অধিনায়ক মোঃ এনামুল হক সাকিবসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  চাল, চিনি, ডাল, তেল, লবণ, আলু, বিস্কুট,
স্যালাইন ও অন্যান্য  শুকনো খাবার বিতরণ করা হয়।