বাসস
  ১০ আগস্ট ২০২৩, ১৮:৫৯

ময়মনসিংহে শিক্ষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ, ১০ আগস্ট, ২০২৩ (বাসস): ময়মনসিংহে এক শিক্ষককে হত্যার দায়ে  ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড  দেয়া হয়েছে। 
একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছে- আব্দুর রশিদ, আব্দুর রাশিদ, আবুল বাসার, মো. জিন্নাহ এবং মো. রাসেল। এদের মধ্যে আব্দুর রশিদ ও আব্দুর রাশিদ সহোদর।
বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সঞ্জীব সরকার সঞ্জু। 
আদালত সূত্রে জানাগেছে, ২০১২ সালের ১৯ এপ্রিল পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে জেলার গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের বাড়ীতে ডাকাতি করতে যায় আসামিরা। ডাকাতিকালে তারা মাহবুবুল আলমকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার দুইদিন পর নিহত মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে চার্জশীট দাখিল হলে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে  অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।