বাসস
  ১০ আগস্ট ২০২৩, ১৯:৫৪

মোহাম্মদপুরে ডাকাত সন্দেহে ৫ জন গ্রেফতার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৩  (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর লাউতলা বেরিবাঁধ এলাকায় ডাকাত সন্দেহে ৫ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।   
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন- মো. নিয়ামুল শরীফ (৩০), মো. রাকিব (১৯),  মো. পিয়াল মোল্লা (২০),  মো. মুন্না (১৯) ও মো. ইসাহক (২৭)।
তাদের গ্রামের বাড়ি নড়াইল, বাগেরহাট ও ভোলা জেলায় বলে জানা গেছে। 
র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বাসসকে জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র‌্যাব সূত্রে জানা যায়।
শিহাব করিম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬টি মোবাইল, ৬ কৌটা চেতনানাশক মলম, ৪ পাতা চেতনানাশক ট্যাবলেট, ফোন্ডিং চাকু ২টি, এন্ট্রি কাটার ১টি, ক্ষুর ১ টি ও ১টি হাতুড়ি জব্দ করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করতো। এছাড়া তারা গভীর রাতে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিত। 
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  গ্রহণ করা হয়েছে।