বাসস
  ১১ আগস্ট ২০২৩, ২১:১৬

নীলফামারীর সৈয়দপুরে ‘রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম’র তিন দিনব্যাপি কর্মশালা

নীলফামারী, ১১ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলার সৈয়দপুরে আজ ‘রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম’ শীর্ষক তিন দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে। 
আজ শুক্রবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ কর্মশালা উদ্বোধন করে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে ‘কিছু করি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় একটি রিসোর্টে এ কর্মশালার  আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুরের আইসিটি বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।
সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক ম,ম, রেজাউল হক বিদ্যুৎ।  
আয়োজকরা জানান, তিনদিন ব্যাপি এ কর্মশালায় সৈয়দপুর উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক  শিক্ষার্থী অংশ নিচ্ছে।