বাসস
  ১১ আগস্ট ২০২৩, ২২:১০

বিএনপি’র তথাকথিত শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠি বহনের জন্য আওয়ামী লীগের তীব্র সমালোচনা

ঢাকা, ১১ আগস্ট, ২০২৩ (বাসস): রাজধানীতে আজকের গণ-মিছিলের কর্মসূচিতে বিএনপি নেতাদের রিকশায় বহন করা বড় বাঁশের লাঠি সরবরাহ করার ছবি দিয়ে আওয়ামী লীগ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এত বড় বড় লাঠি বহনের পিছনে বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে তাদের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে।  
ফটোতে দেখা গেছে, কর্মসূচির আগে মিছিলে লাঠি বোঝাই রিকশা আনা হয়েছে এবং কিছু মিছিলকারীকে ভিড়ের মধ্যে এই লাঠিগুলি সরবরাহ করতে দেখা গেছে।


গত ২৮শে জুলাই বিএনপির তথাকথিত অবস্থান কর্মসূচিতে যে সহিংসতার সূত্রপাত হয়েছিল তা উল্লেখ করে আ.লীগ বলেছে, বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের নামে তাদের আগের কর্মসূচিতে বাঁশের লাঠি ও দেশী অস্ত্র নিয়ে এসেছিল বলে জানা গেছে।
ওই বিক্ষোভের সময় নেতাকর্মীদের জাতীয় পতাকায় মোড়ানো লাঠিসোঁটা দেখা গেছে। কিন্তু আজ দলের নেতার আগ্রাসন আরও খারাপের দিকে নতুন মোড় নিয়েছে বলে পোস্টে বলা  হয়েছে।
পোস্টে আরো বলা হয়েছে, আজকের সমাবেশের আগে, সভাস্থলে রিকশাগুলিতে বড় কাঠের লাঠি বোঝাই করে রাখার দৃশ্য দেখা গেছে যা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দলটির অসৎ উদ্দেশ্য প্রকাশ করে। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে এসব লাঠি বিতরণ করা হয়।
অনুষ্ঠানস্থল থেকে তোলা এই ছবিগুলো বিএনপির পক্ষ থেকে সহিংসতার অভিপ্রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে যা শান্তিপূর্ণ প্রতিবাদে দলের অঙ্গীকারের পরিপন্থী।