বাসস
  ১২ আগস্ট ২০২৩, ০৯:৫৮
আপডেট  : ১২ আগস্ট ২০২৩, ১৭:২৫

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১২ আগস্ট, ২০২৩ (বাসস) : স্বাধীন বাংলাদেশর মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের দোয়া-মোনাজাতে অংশ গ্রহণ, প্রতিটি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দেয়া মাহফিল, ১ লাখ ৬২ হাজার মানুষের জন গণভোজ এবং মসজিদ, মন্দির ও ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা।  
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল ৯ টায় টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
তারপর বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হবে।
বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লে­ক্স মসজিদে সরকারিভাবে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।
দপ্তর সম্পাদক আরো বলেন, বিকেলে টুঙ্গিপাড়া পৌরসভা, পাটাগাতী, কুশলী, বর্ণি, ডুমরিয়া ও গোপালপুর ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। পরে প্রতিটি ওয়ার্ডে ৩ হাজার করে মোট ১ লাখ ৬২ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন থাকছে ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, শুকুর আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কর্মসূিচীত অংশ নেবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক  বলেন,এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার মসজিদগুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মন্দির, গীর্জা ও ধর্মীয় উপসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ প্রার্থনা করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সব পস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।