শিরোনাম
বেইজিং, ১২ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক): চীনের উত্তরাঞ্চলীয় জিয়ান শহরে ভারি বর্ষণের ফলে সৃষ্ট কাদাধসে দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে এখনো ১৬ জন।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে শুক্রবার প্রবল বর্ষণে আকস্মিক পাহাড়ি বন্যা ও কাদাপানির ধস নামে। এতে একটি গ্রামের দু’টি বাড়ি ভেসে গেছে। এছাড়া সড়ক, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে কাদার নিচে চাপা পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে দু’জন মারা গেছে এবং ১৬ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে বলে সিসিটিভির খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, চীনকে সম্প্রতি প্রবল বর্ষণ ও বন্যা মোকাবেলা করতে হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে শুক্রবার পর্যন্ত ৭৮ জন মারা গেছে।