বাসস
  ১২ আগস্ট ২০২৩, ১১:৫৫
আপডেট  : ১২ আগস্ট ২০২৩, ১৭:২৬

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টমটম চালকের মৃত্যু

হবিগঞ্জ, ১২ আগস্ট,২০২৩ (বাসস): হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদী বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৩০) নামে এক ব্যটারি চালিত ইজিবাইক টমটম চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ হবিগঞ্জ সদর উপজেলার হামিদপুরু গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে শামছুল ইসলামের মালিকানাধীন গ্যারেজে টমটম চার্জ দিতে যান  আব্দুল হামিদ। এ সময় গ্যারেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ লাশের সূরত হাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাসপাতালে আসা লাশের স্বজনরা বলেন, ‘গ্যারেজ মালিকের অসতর্কতা ও অগোছালো  ভাবে তার ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে টমটম চালক আব্দুল হামিদের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে গ্যারেজ মালিক শামছুল ইসলাম হাসপাতালে আসেনি। সে নিজেকে বাঁচাতে সটকে পড়েছে।
হবিগঞ্জ সদর থানাও ওসি গোলাম মর্তুজা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।